Wednesday, August 12, 2015

এবার “Right click menu তে Defargment অপশন সংযুক্ত করুন ।



আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন ? আশা করি ভাল আছেন । 

আজকে আমরা দেখব কিভাবে মাউসের ডান বাটনে ক্লিক করলে যে মেনু প্রদর্শিত হয় সেখানে Defragment বাটন যোগ করতে হয়। 
মুলত আপনি যখন আপনার পিসির কোনো একটি ড্রাইভের উপর ডান বাটন ক্লিক করবেন তখন এটি প্রদর্শিত হবে । তো এই কাজ টি আমরা Registry Editor  দ্বারা ।
registry editor দ্বারা আসলে আপনার প্রিয় কম্পিউটার অনেকাংশেই নিয়ন্ত্রিত হয় । আর আপনার যদি কম্পিঊটারের উপর বেসিক জ্ঞান থাকে তাহলে আপনি রেজিস্টি সম্পাদন করা শিখুন, 
এ সম্পর্কে জানুন । তাহলে আপনি আপনার Windows based পিসিকে মনের মত সাজাতে পারবেন । 


আপনারা এই ভিডিও টিঊটরিয়ালটি দেখলে অতি সহজেই বুঝতে পারবেন । 




ভিডিও টি অনেক বিশ্লেষণ করে করা হয়েছে, তাই আপনি যদি ভাষা নাও বুঝেন তবুও সব করতে পারবেন :D আরো একটি কথা ভিডিও টিউটিরিয়াল দেয়ার মানে এই না যে আমরা টাকা উপার্জনের জন্য শুধু ভিডিও টিউটরিয়াল দিয়েছি ! আমার মনে হয়েছে লিখার চেয়ে ভিডিও টিউটরিয়াল আপনাদের বেশী উপকারে আসবে ।


আজকে এ পর্যন্তই ।  আশা করি বুঝতে পেরেছেন । ভুল হলে ক্ষমা করবেন । টিউনের সম্পুর্ণ অংশ আমার নিজের লেখা, তাই কেউ প্লিজ কপি করবেন না । আর যদি করেন তাহলে অবশ্যই ক্রেডিট দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন । আল্লাহ হাফেজ ।

Facebook | Twitter | Goggle+ 

 

No comments:

Post a Comment